Firefly International School

In search of light
Established in 2018


শুভেচ্ছা বার্তা

একটি গতিশীল ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ২০১৮ সালে লক্ষ্মীপুর জেলায় প্রতিষ্ঠিত হয় ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুল। বাংলা ও ইংরেজি মাধ্যমের সমন্বয়ে EDEXCEL ও NCTB কারিকুলামভিত্তিক এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই নয়, বরং নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের মাধ্যমে ভারসাম্যপূর্ণ মানুষ গড়ে তোলাই আমাদের লক্ষ্য

 

WELCOME TO FIREFLY

We are aiming to build a worthy generation, to serve the nation.
ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলে আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, সৃজনশীলতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে কাজ করছি। ২০১৮ সাল থেকে আধুনিক শিক্ষাক্রম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে আমরা একটি গতিশীল শিক্ষার পরিবেশ তৈরি করেছি। আমাদের লক্ষ্য—সামাজিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের সমন্বয়ে শিক্ষার্থীদেরকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলে আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, সৃজনশীলতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে কাজ করছি। ২০১৮ সাল থেকে আধুনিক শিক্ষাক্রম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে আমরা একটি গতিশীল শিক্ষার পরিবেশ তৈরি করেছি। আমাদের লক্ষ্য—নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের সমন্বয়ে শিক্ষার্থীদেরকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
"শিক্ষা, নৈতিকতা ও উদ্ভাবনীর সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।"
১। আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম ও স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে বহুমাত্রিক শিক্ষাদান।

২। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তার দক্ষতা, সৃজনশীল শক্তি ও দায়িত্ববোধের বিকাশ ঘটানো।

৩।প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।

OUR SERVICES

Let's check our services

 

ACHEIVEMENTS

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart like mine.

1000

Graduates

500

Certified Teachers

100

Student Campuses

6285

Students

OUR EXPERIENCED TEACHERS

Considering desire as primary motivation for the generation of narratives is a useful concept.

 

Message from the Management